ডিএনসিসিতে আবারও চিরুনি অভিযান

ডিএনসিসি

নগরবাসীকে ডেঙ্গু মশা থেকে সুরক্ষা দিতে আবারও চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (৪ জুলাই) থেকে শুরু হবে ১০ দিনব্যাপী এ চিরুনি অভিযান।

শুক্রবার (৩ জুলাই) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে চিরুনি অভিযানে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে শনিবার থেকে আবারও ১০ দিনব্যাপী চিরুনি অভিযান শুরু হচ্ছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত আর বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। চলতি মৌসুমের সর্বশেষ চিরুনি অভিযানে প্রায় ২৪ লাখ টাকা জরিমানা আদায় ও ধার্য করা হয়েছিল।