লাশ নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে ওমেদুল ইসলাম নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল থেকে বিএসএফ নিহতের লাশ নিয়ে চলে গেছেন বলে বিজিবি জানিয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) ভোরে ঠাকুরপুর সীমান্তের ৮৯নং মেইন পিলার থেকে ভারতের সাড়ে তিনশো গজের ভিতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ী ওমেদুল ইসলাম (২২) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি বলেন, শনিবার (১৭ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তের ৮৯ পিলারের পাশ দিয়ে ঠাকুরপুর গ্রামের ৫ থেকে ৬ জন গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে তারা বাংলাদেশে ফেরার পথে ভারতের ৫৪ মালুয়াপাড়া ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাদের ধাওয়া করেন। এ সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ করে গুলি বর্ষণ করলে ওমেদুল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।