ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নীলগাই উদ্ধারের পর অসুস্থ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মো: রফিকুল ইসলাম:  উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর তীর এলাকা থেকে বিরল প্রজাতির একটি নীলগাই (গরু) আটক করেছে এলাকাবাসী। উদ্ধারের সময় নীলগাইটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ভাবে তার চিকিৎসার ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুস্থ হলে খুব শ্রীঘ্রই বন বিভাগকে হস্তান্তর করা হবে।
এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া শালডাঙ্গা এলাকায় পথচারীরা বিরল প্রজাতির নীলগাই (গরু) দেখতে পায়। তারা সেটিকে ধরার চেষ্টা করলে অর্ধ শতাধিক এলাকাবাসী নীলগাইটিকে আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় কান্তিভিটা বিজিবি ক্যাম্পের সদস্যের নিকট নীলগাইটি জমা দেয় স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা নীলগাইটি কয়েকজন মিলে সেটিকে উদ্ধার করে পা বেঁধে নিরাপদে জায়গায় রাখে।
ওই এলাকার এলাকার সাদেক আলী জানান, প্রায় কয়েকদিন ধরে সীমান্তবর্তী নাগর নদীর আশে পাশেই জঙ্গলে নীলগাইটি ছিল। দ্রুতগতিতে নদীর এপারে আসার পর স্থানীয় কয়েকজন মিলে পা বেধে নিরাপদ জায়গায় রাখি। তবে পা বাধার সময় ছুটে পালানোর চেষ্টার কারণে নীলগাইট অসুস্থ হয়ে পড়ে।

ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, বালিয়াডাঙ্গী উপজেলায় বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধারের খবর শুনেছি। বন বিভাগ থেকে পুরো ঘটনার খোজ খবর নেওয়া হচ্ছে।

এর আগে, ২০১৭ সালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার যদুয়ার এলাকায় ধূষর রঙ্গের একটি স্ত্রী নীলগাই উদ্ধার করা হয়েছিল। যা দিনাজপুর জাতীয় উদ্যানে ৪ দিন পরে মৃত বাচ্চা প্রসব করেছিল। সেই নীলগাইটি ৩ মাস পরে মারা যায়। পরের বছর রাজশাহী বিভাগে আরেকটি কালো রঙ্গের পুরুষ নীলগাই উদ্ধার করা হয়। সেটি দিনাজপুর জাতীয় উদ্যানে থাকার পরে বর্তমানে সাফরি পার্কে রাখা হয়েছে। বর্তমানে নীলগাইয়ের সংখ্যা দুটি।