ঠাকুরগাঁওয়ে অধ্যক্ষের বিরুদ্ধে জমির ফসল নষ্ট করার অভিযোগ,থানায় এজাহার

মোঃ সোহেল রানাঃ ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে কৃষকের ফসল নষ্ট ও তার কাঁটার বেড়াসহ পিলার ভেঙ্গে দেয়ার অভিযোগে উঠেছে এক অধ্যক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে গত সোমবার রাতে পীরগঞ্জ উপজেলার করনাই গ্রামের আজিম উদ্দিন নামে এক ব্যক্তি এইচ কে হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বারী সহ তার সহযোগী ৮ জনকে আসামী করে পীরগঞ্জ থানায় এজাহার দাখিল করেছেন। সেই সাথে অভিযোগ উঠেছে এজাহার দেয়ার ৫দিন অতিবাহিত হলেও কোন আসামিদের গ্রেফতার না করায় হতাশায় ভুগছেন বাদী পক্ষ।
এজাহার সূত্রে জানা গেছে, অধ্যক্ষ আব্দুল বারী ও তার সহযোগীরা গত রবিবার রাতের আঁধারে আজিমদ্দিনের ভোগদখল কৃত জমিতে থাকা ভুট্টাক্ষেত ও ক্ষেতের বেড়ার পিলার ভাঙচুর করে নিয়ে যায়। এ বিষয়ে মামলার বাদী আজিমদ্দিন আহম্মেদ ও তার ছেলে শফিকুল বারী বলেন, আমাদের ফসল ও বেড়া যারা নষ্ট করেছে তাদের বিচার দাবি করছি।এ ব্যাপারে মুঠোফোনে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন,আমরা এজাহার পেয়েছি তদন্ত চলছে সেই সাথে মীমাংসার একটি প্রক্রিয়া চলছে