ট্রেন যাত্রায় শিথিল হচ্ছে স্বাস্থ্যবিধি

সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক করার পরিকল্পনা নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এজন্য স্বাস্থ্যবিধির কিছু কিছু বিষয়ও শিথিল করা হয়েছে। তবে সব টিকিট অনলাইনেই বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আন্তঃনগর ট্রেনের সিংহভাগই চালু হয়ে যাবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) এই সিদ্ধান্ত কথা জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়

রেলের উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) খায়রুল কবির জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু করা হবে।

জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে সব মিলিয়ে ৬৭ জোড়া ট্রেন চালু হবে। এর মধ্যে চার জোড়া কমিউটার, এক জোড়া লোকাল ট্রেন। অর্থাৎ বাকি ৬২ জোড়াই আন্তঃনগর ট্রেন। রেলে সব মিলিয়ে ৩৫৫টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে।

করোনার কারণে গত মার্চের শেষ সপ্তাহে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ৩১ মে সীমিত আকারে চালু হয়। তখন সিদ্ধান্ত হয় প্রতিটি ট্রেনের অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হবে।