ট্রাফিক সিগন্যাল লাইটের মাধ্যমে যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে

সংসদ প্রতিবেদক : সিটি করপোরেশন রক্ষণাবেক্ষণের নিশ্চয়তাসহ রিমোট কন্ট্রোল সরবরাহ করলে ট্রাফিক সিগন্যাল লাইটের মাধ্যমে যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা সিটি করপোরেশন গৃহিত বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট ক্লিন এয়ার সাসটেইনেবল এনভারয়নমেন্ট (সিএএসই) প্রকল্পের অধীনে ঢাকা মহানগরীতে ট্রাফিক সিগন্যাল সম্বলিত ১০০টি ইন্টারসেকশনের মধ্যে ৯২টি ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যাল লাইট অনুযায়ী যানবাহন চলাচলের প্রকল্প চলমান আছে। ইতিমধ্যে ৯২টি ইন্টারসেকশনে সোলার প্যানেল, টাইমার কাউন্ট ডাউন, সোলার কনভার্টার, সোলার ইনভার্টার, জেল ব্যাটারি ও সিগন্যাল কন্ট্রোলারসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে এবং সিগন্যালগুলো পুরোপুরি সচল আছে।

তিনি আরো জানান, সিএএসই প্রকল্প এবং ডিএমপির ট্রাফিক বিভাগের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনগুলোতে সিগন্যাল লাইট অনুযায়ী যানবাহন চলাচলের ওপর পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।