টেকনাফে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ৩

ইয়াবা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আলাদা অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫। তাদের মধ্যে দু’জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী রয়েছে।

শুক্রবার ভোরে টেকনাফের হোয়াইক্যংয় বালুখালী তুলাতলি ও শামলাপুর এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- উখিয়া বালুখালী ৮ নং ক্যাম্পের এ ব্লকের মো. ইলিয়াছের ছেলে মো. শফিক (২৫), একই ক্যাম্পের নুর আহমদের ছেলে আলীর জোহার (৪৩) এবং টেকনাফ হোয়াইক্যং বালুখালী তুলাতলি গুরাপাড়া ২ নং ওয়ার্ডের আবুল কাশেম ছেলে আব্দুল করিম (২২)।

র‌্যাব-১৫ কক্সবাজার সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘টেকনাফের হোয়াইক্যংয় বালুখালী তুলাতলি এলাকা দিয়ে মাদক ব্যবসায়ীরা একটি বড় চালান পাচার করছে খবর পেয়ে ওই এলাকায় র‌্যাবের একটি দল শুক্রবার ভোরে অভিযানে যায়। এ সময় ইয়াবার দু’টি বস্তাসহ দেশিয় লোহার তৈরি কিরিচ নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ওই দু’টি বস্তা থেকে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।’

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘একই দিন দুপুরে শামলাপুরে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আলী জোহারকে আটক করা হয়। আটক মাদক কারবারীরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে মাদক এনে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। মাদক আইনের মামলা দায়ের করে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’