টেকনাফে বন্দুকযুদ্ধে ইউপি সদস্যসহ নিহত ২

বন্দুকযুদ্ধ

কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহতরা মাদক মামলার আসামি।

ঘটনাস্থল থেকে ১০ লাখ টাকা, ২০ হাজার পিস ইয়াবা, ৫টি দেশিয় বন্দুক ও ১৭টি গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই) ভোরে ওয়াব্রাং এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইউনুছ ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ স্থানীয় ইউপি সদস্য মৌলভী বখতিয়ার এবং মোহাম্মদ তাহেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে নিয়ে সৌদি প্রবাসী নুর হোসেনের বসতভিটায় ইয়াবার বড় চালান উদ্ধারে যায় পুলিশ।

এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি করলে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বখতিয়ার ও তাহেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা মাদক মামলার পলাতক আসামি ছিলো