টি-টোয়েন্টির শীর্ষে কোহলি

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের তালিকায় শীর্ষ স্থানটি আগেই দখলে নিয়েছিলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী সর্বোচ্চ এ স্থানটি ধরে রেখেছেন ভারতের এই টেস্ট অধিনায়ক।

ফ্লোরিডায় কয়েকদিন আগে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। ওই সিরিজে ভারত প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টি বৃষ্টিতে পন্ড হলেও টি-টোয়েন্টি ব্যাটিংয়ে সেরা অবস্থানটি ধরে রেখেছেন কোহলি।

অন্য দিকে টি-টোয়েন্টি বোলিংয়ে উন্নতি করেছেন ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন। আগের অবস্থান থেকে তিন ধাপ এগিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছেন তিনি। শীর্ষে রয়েছেন স্যামুয়েল বাদ্রি। দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। আর তৃতীয় অবস্থানটি জাসপ্রিত বুমরাহর।

ব্যাটিংয়ে কোহলিসহ টি-টোয়েন্টির শীর্ষ ৫ এ কোনো পরিবর্তন আসেনি।

ফ্লোরিডায় টি-টোয়েন্টিতে ব্যর্থ হলেও নিজেদের দ্বিতীয় স্থানটি ধরে রেখেছে ভারত। এই ফরম্যাটে শীর্ষে নিউজিল্যান্ড। আর তিন নম্বর অবস্থানে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।