‘টিকটকের সময়সীমা বাড়ানো হবে না’

যুক্তরাষ্ট্রে চীনা জনপ্রিয় অ্যাপ টিকটক বিক্রির জন্য বেঁধে দেয়া সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মিশিগান যাওয়ার আগ মুহূর্তে ট্রাম্প বলেন, ‘হয় এটি (টিকটক) বন্ধ করতে হবে না হয় এটি বিক্রি করে দিতে হবে। এজন্য বেঁধে দেয়া সময়সীমা বাড়ানো হবে না।

এদিকে, চলতি মাসের মাঝামাঝিতেই অ্যাপটি বিক্রির জন্য ক্রেতা চূড়ান্ত করতে কাজ করছে টিকটকের নির্মাতা প্রতিষ্ঠান বাইটড্যান্স।

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বরের মধ্যে এটি বিক্রি বা বন্ধ করে দেয়ার বাধ্যবাধকতা আছে।