টায়ারে ফেনসিডিল পাচারকালে আটক ১

ট্রাকের টায়ারের মধ্যে করে ফেনসিডিল চোরাচালানের অভিযোগে আজিজুর রহমান নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার।

আজিজুর রহমান বেনাপোলের সাদীপুর গ্রামের মৃত নূর ইসলাসের ছেলে। সোমবার রাত দেড়টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের নতুন খয়েরতলা এলাকায় রাস্তায় ব্যারিকেট দিয়ে তাকে আটক করা হয়।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার জানান, সোমবার ১২টার দিকে যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ এলাকায় চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি টিম। রাত পৌনে ১টার দিকে একটি ট্রাককে দাঁড়ানোর সিগন্যাল দিলে চালক ট্রাকটি দ্রুত গতিতে চালিয়ে পালাবার চেষ্টা করে। এরপর পুলিশ সদস্যরা ধাওয়া করে যশোর-ঝিনাইদহ সড়কের নতুন খয়েরতলা এলাকায় গিয়ে রাস্তায় ব্যারিকেট দিয়ে ট্রাকটির গতিরোধ করে।

এসময় ট্রাক চালক আজিজুরকে আটক করা হয়। তবে তার সাথে থাকা সালাম নামে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আজিজুরের দেয়া তথ্য মতে, ট্রাকের অতিরিক্ত টায়ারের ভেতর থেকে ২৯৩ পিস ফেনসিডিলের বোতল জব্দ করা হয়। এ ঘটনায় দুই জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।