টাঙ্গাইলে ১১ উপজেলায় খাদ্য সংকটে বানভাসী মানুষ

খাদ্য সংকটে বানভাসী মানুষ

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ৮৫ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নতুন নতুন গ্রাম প্লাবিত হয়ে অসহায় হয়ে পড়ছে বানভাসী মানুষেরা। এসব বানভাসী মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।

এখনো পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো প্রকার ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন বানভাসীরা।

টাঙ্গাইলে ভয়াবহ বন্যায় ১২টি উপজেলার ১১টি উপজেলাই বন্যার পানি প্রবেশ করে প্রায় ৫ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

অনেকের বাড়ির উঠান দিয়ে তীব্র স্রোত বয়ে যাচ্ছে। গরু ছাগল হাস মুরগী নিয়ে চরম বিপাকে পড়েছেন এসব বন্যাকবলিতরা। বন্যায় ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, সবজি ক্ষেত, পুকুরের মাছ, তলিয়ে যাচ্ছে রাস্তা ঘাট ও হাট বাজার।

এমন ভয়াবহ বন্যায় ক্রমেই দীর্ঘ হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। অসহায় হয়ে পড়ছেন বানভাসী মানুষের সংখ্যা। অনেকেই বাড়িঘর ছেড়ে উচ স্থানে বাধে আশ্রয় নিয়েছেন। বেশির ভাগ মানুষ ত্রাণের জন্য হাহাকার করছেন। দেখা দিয়েছে পানিবাহিত রোগ।