টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীদের ইনসুলিন বিনা মূল্যে

নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক বলেছেন, টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীদের বিনা মূল্যে ইনসুলিন দেয়ার চিন্তা করছে সরকার।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

টাইপ ওয়ান ডায়াবেটিস হচ্ছে যারা জন্মগতভাবে ডায়াবেটিসে আক্রান্ত। যাদের বেঁচে থাকার জন্য প্রতিদিনই ইনসুলিন নিতে হয়।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় এক কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এরমধ্যে প্রায় পাঁচ শতাংশ টাইপ ওয়ান ডায়াবেটিস রোগী। তারা জন্মগতভাবে এ রোগ পেয়েছে। তাদের প্রতিদিনই ইনসুলিন নিতে হয়। তাই টাইপ ওয়ান ডায়াবেটিস আক্রান্তদের বিনা পয়সায় ইনসুলিন দেয়ার চিন্তা করছে সরকার।

তিনি বলেন, সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে গ্রামের চেয়ে শহরের মানুষ বেশি ডায়াবেটিসে আক্রান্ত। এ ছাড়া পুরুষের তুলনায় নারীরা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। তাই তিনি শহরের মানুষদের কায়িক শ্রম করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, অন্যান্য রোগের তুলনায় ডায়াবেটিসের চিকিৎসায় খরচ ছয় গুণ বেশি। তবে নিয়োম মেনে জীবন-যাপন করলে ৮০ শতাংশ ক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ করা যায়।