টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : সকাল পৌনে ১০টা। টঙ্গীর আকাশ কুয়াশায় ঢেকে আছে। আছে তীব্র শীতও। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার তিন দিনব্যাপী প্রথম পর্বের শেষ দিনের বয়ান চলছে। বেলা ১১টায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।

আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকার সড়ক-মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ইজতেমায় এ পর্বে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি কয়েক লাখ মুসল্লি। আজ অনুষ্ঠিত আখেরি মোনাজাতে শরিক হতে রাজধানী ঢাকা, গাজীপুর ও আশপাশের জেলার মুসল্লিরা হেঁটে ইজতেমা মাঠে আসছেন। অনেকে আবার শনিবার রাতেই টঙ্গী এসেছে পৌঁছেছেন।

টুপি পরিহিত মানুষের পদচারণায় টঙ্গী যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। ইজতেমাস্থলের আশপাশের এলাকা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যত দূর চোখ যায় শুধু টুপি পরিহিত মুসল্লিদের ঢল। মানুষের এ ঢল অব্যাহত রয়েছে এবং আখেরি মোনাজাত শুরুর আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

বিশ্ব ইজতেমা মুরব্বি সূত্রে জানা গেছে, সকালে বাংলাদেশের মাওলানা প্রকৌশলী আনিসুর রহমানের বয়ানের মধ্য দিয়ে শেষ দিনের কার্যক্রম শুরু হয়। পরে হেদায়াতি বয়ান করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। এরপর অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। ঢাকার কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

ঢাকার যাত্রাবাড়ী এলাকার রনি হোসেন। পড়েন সদরঘাট এলাকার কবি নজরুল ইসলাম কলেজে। সকাল সাড়ে ৯টার দিকে ইজতেমা মাঠের সামনে কথা হয়। তিনি জানান, আজ গাড়ি বন্ধ থাকবে তাই আখেরি মোনাজাতে অংশ নিতে তিনি শনিবার রাতেই বাড়ি থেকে রওনা হন। রাত ২টার দিকে টঙ্গী ব্রিজ এলাকায় পৌঁছলে গাড়ি আটকে দেয় পুলিশ। পরে হেঁটে ইজতেমা মাঠে আসেন। রাতে বয়ান শুনেন এবং ইজতেমা মাঠেই ফজরের নামাজ আদায় করে। এখন আখেরি মোনাজাতের অপেক্ষা করছেন।

র‌্যাব-পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে হত শুক্রবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হয় তাবলিগ জামাতের তিন দিনব্যাপী ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ঢাকার একাংশসহ দেশের ১৪ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। এসব এলাকার মুসল্লিরা আগামী বছরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবেন না।

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চার দিন বিরতির পর আগামী ১৯ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। আগামী ২১ জানুয়ারি ওই পর্বের আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।