টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় আগুনের ঘটনায় আরো একটি মামলা হয়েছে

গাজীপুর : টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় আগুনের ঘটনায় আরো একটি মামলা হয়েছে।

শনিবার রাতে টঙ্গী থানার এসআই অজয় কুমার চক্রবর্তী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কারখানার চেয়ারম্যান ও প্রাক্তন সংসদ সদস্য মকবুল হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ হয়েছে।

টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ তালুকদার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- কারখানার চেয়ারম্যান মো. মকবুল হোসেন ওরফে লিচু মিয়া, মকবুল হোসেনের স্ত্রী মোসা. পারভিন, কারখানার ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, জেনারেল ম্যানেজার সফিকুর রহমান, ম্যানেজার (প্রশাসন) মনির হোসেন, ম্যানেজার (সার্বিক) সমির আহমেদ, ম্যানেজার হানিফ এবং ডিএমডি আলমগীর হোসেনসহ ১০ জন। এ ছাড়া মামলায় অজ্ঞাতদের আসামি রয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। নিখোঁজ রয়েছেন ১১ জন। সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।