টঙ্গীতে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে শনিবার সকাল ৬টার দিকে টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো নামে একটি কারখানায় আগুন লাগে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে। কারখানাটিতে কেমিক্যাল জাতীয় দ্রব্য প্রস্তুত করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুনে ১৭ জন মারা গেছেন। এর মধ্যে টঙ্গীতে ১৩ জন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন মারা গেছেন।

নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৪০), দেলোয়ার হোসেন (৪০), আসমা বেগম (২২), ওয়াহিদুজ্জামান তপন (৩৫), জয়নাল, ইসমাইল, মামুন, নয়ন, রাশেদ, কারখানার শিফট ইনচার্জ সুবাস রায়, প্রিন্টিং সহকারী রফিকুল, অপারেটর রেদোয়ান, নিরাপত্তারক্ষী হান্নান, কারখানার পরিচ্ছন্নতাকর্মী রাজেশ(২২)। অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।

টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক মেডিক্যালি অফিসার পারভেজ হোসেন, টঙ্গী হাসপাতালে হাসপাতালে ১৩ জনের লাশ আছে।