ঝালকাঠি জেলার নলছিটিতে তিন জেলে আটক

আটক

ঝালকাঠি,প্রতিনিধি:মো.মোছাদ্দেক বিল্লাহ্
নলছিটি উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীতে রবিবার সকালে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার সময় তিন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। অভিযান কালে দুই লাখ টাকা মূল্যের ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো নলছিটি ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ ধরার সময় পুলিশের সহযোগিতায় সুগন্ধা নদীর বহরমপুর এলাকা থেকে গবিন্দ, মনিরুল ইসলাম ও জসিম নামে তিন জেলেকে আটক করা হয়। আটককৃতরা ভৈরবপাশা ইউনিয়নের চর বহরমপুর গ্রামের বাসিন্দা। জব্দকৃত মাছগুলো তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১২ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিহরন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।