ঝালকাঠিতে ২ আ.লীগ নেতাকে কুপিয়ে আহত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার বহরমপুর গ্রামে জামায়াতের গোপন বৈঠকে বাধা দেওয়ায় দুই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

এ সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তিন জামায়াত কর্মীকে আটক করেন।

শুক্রবার সকালে ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামে উপজেলা জামায়াতের প্রাক্তন আমির মালেক মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি চাঁদা আদায়ের রশিদ, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে শুক্রবার সকালে ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামে উপজেলা জামায়াতের প্রাক্তন আমির মালেক মৃধার বাড়িতে নাশকতার পরিকল্পনার বৈঠক করছিল ২০/২৫ জন জামায়াত শিবিরের নেতা-কর্মী।

খবর পেয়ে ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের নেতৃত্বে ৭-৮ জন নেতা-কর্মী বাড়িটি ঘেরাও করে।

বিষয়টি টের পেয়ে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা বৈঠক থেকে বেরিয়ে চাকু, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর।

হামলাকারীরা কুপিয়ে ও পিটিয়ে আহত করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা লস্করকে।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে তিন জামায়াত কর্মীকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।

আটককৃতরা হল নলছিটি উপজেলা জামায়াতের রোকন মাওলানা সাইদুর রহমান, নাসির উদ্দিন ও মো. শাহাবুদ্দিন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি)এ কে এম সুলতান মাহামুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।