ঝালকাঠিতে স্কুলছাত্রী অপহরণ অভিযোগে গ্রেফতার ২

ঝালকাঠির রাজাপুরে এক স্কুলছাত্রী অপহরণের অভিযোগে মামলা করার পর দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো.শহিদুল ইসলাম বলেন, এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।

রোববার রাতে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অজ্ঞাতসহ ৬ জনের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। অপহৃত ছাত্রীকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

গ্রেফতাররা হলেন- উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রামের মো. জালাল হাওলাদারের ছেলে মো. ইসমাইল হাওলাদার (২২) ও আলী আহম্মদ হাওলাদারের ছেলে মো. শাহ জালাল হাওলাদার (২৩)।

মামলা সূত্রে জানা গেছে, ওইছাত্রী উপজেলা সদর ইউনিয়নের একটি বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী। উপজেলার ভাতকাঠি এলাকার এছাহাক হাওলাদারের (১৯) সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ওইছাত্রী তার বাবার বাড়ি থেকে বাজারে আসার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে এছাহাক, ইসমাইল, শাহ জালালসহ অজ্ঞাতরা ওইছাত্রীকে জোড়পূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যায়।