ঝালকাঠিতে চীন-জাপান প্রতিনিধি দলের সম্ভাব্য শিল্প-কারাখানা স্থাপন এলাকা পরিদর্শন

ঝালকাঠি প্রতিনিধি:মো.মোছাদ্দেক বিল্লাহ
ঝালকাঠিতে শিল্প-কারখানা স্থাপনের লক্ষে সম্ভাব্য এলাকা পরিদর্শন করেছেন চীন ও জাপান প্রতিনিধি দল। চীনের প্রতিনিধি মি. সাকাতি বারা ও জাপানের মি. সমীয় দুই সদস্যের এ প্রতিনিধি দল (বৃহাসপতি বার দুপুরে) ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়েনর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলেন।
এ সময় সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা পল্টন থানা সভপিতি এনামুল হক আবুল, মো. মনিরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, শেখেরহাট ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন সুরুজ প্রতিনিধি দলকে সহায়তা করেন।
প্রতিনিধি দল স্থানীয় সাংবাদিকদের জানান, দক্ষিণাঞ্চলের অবহেলিত এলাকায় শিল্প-কারখানা স্থাপন করার লক্ষ্যে শিল্পমন্ত্রণালয়ের মন্ত্রী আমির হোসেন আমুর নির্দেশে প্রস্তাবিত এলাকাসমূহ পরিদর্শন করা হয়েছে। এখানে শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হলে অনেক কর্মস্থান সৃষ্টি হবে এবং বাংলাদেশ উন্নয়নে গ্রামীণ অবকাঠানো মজবুত হবে।