জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের সূচনা ব্রাজিলের

বলিভিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে সূচনা পেল ব্রাজিল।

বাংলাদেশ সময় শনিবার সকালে বলিভিয়াকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দেয় তারা। এমন জয়ে জোড়া গোল করেছেন রবার্তো ফিরমিনো। একটি করে গোল করেছেন মারকুইনহোস ও ফিলিপে কুতিনহো। অপর গোলটি এসেছে আত্মঘাতী খাত থেকে।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। এ সময় কর্নার পায় সেলকাওরা। কর্নার থেকে দানিলোর ক্রসে মাথা লাগিয়ে বল জালে জড়ান মারকুইনহোস। ৩০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ফিরমিনো। এ সময় রেনান লোদির বাড়িয়ে দেওয়া বলে খুব কাছ থেকে জালে জড়ান তিনি। প্রথমার্ধের বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পর ৪৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফিরমিনো। এই গোলে তাকে সহায়তা করেন নেইমার। ৬৬ মিনিটে কুতিনহোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন বলিভিয়ার হোসে কারাসকো। ৭৩ মিনিটে দারুণ বোঝাপোড়ায় গোল করেন কুতিনহো। এ সময় নেইমারের ক্রসে মাথা লাগিয়ে বল জালে পাঠান কুতিনহো। তাতে ব্রাজিল এগিয়ে যায় ৫-০ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।