জয়ে শুরু ইতালি-ওয়েলসের

ক্রীড়া ডেস্ক : জয় দিয়েই ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট পাওয়ার মিশন শুরু করেছে ইতালি ও ওয়েলস। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে সোমবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে ইসরায়েলকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি। অন্যদিকে ‘ডি’ গ্রুপে রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের জোড়া গোলে মলডোভাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লস। হাইফায় ম্যাচের ১৪ মিনিটে ইতালিকে এগিয়ে দেন গ্রাজিয়ানো পেল্লে। ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্তোনিও কানদ্রেভা। তিন মিনিট পরেই অবশ্য ইসরায়েলের হয়ে ব্যবধান কমান বেন চাইম। তবে ৮৩ মিনিটে সিরো ইম্মোবিলের গোলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। অন্যদিকে নিজেদের মাঠে মলডোভার বিপক্ষে গোল পেতে ওয়েলস সমর্থকদের অপেক্ষায় থাকতে হয়েছে ম্যাচের ৩৮ মিনিট পর্যন্ত। স্বাগতিকদের এগিয়ে দেন স্যাম ভোকেস। বিরতির আগেই (৪৪ মিনিট) অবশ্য ব্যবধান দ্বিগুণ করেন জো অ্যালেন। বিরতির পর শুরুতেই (৫০ মিনিট) স্কোরলাইন ৩-০ করেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার বেল। যোগ করা সময়ে বেলের দ্বিতীয় গোলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

দিনের অন্যান্য ম্যাচের ফল:
গ্রুপ ‘ডি’
জর্জিয়া ১-২ অস্ট্রিয়া
সার্বিয়া ২-২ রিপাবলিক অব আয়ারল্যান্ড
গ্রুপ ‘আই’
ক্রোয়েশিয়া ১-১ তুরস্ক
ইউক্রেইন ১-১ আইসল্যান্ড
ফিনল্যান্ড ১-১ কোসোভো
গ্রুপ ‘জি’
আলবেনিয়া ১-১ মেসাডোনিয়া
#স্বাগতিক দল আগে।