জেলা রেজিস্ট্রারসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : জালিয়াতির মাধ্যমে অফিসের মূল নথি নষ্ট করে জমির দলিলে নতুন নাম অন্তর্ভুক্ত করার মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা রেজিস্ট্রার ভবতোষ ভৌমিকসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে দুই আসামির বিরুদ্ধে সম্প্রতি চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।

চার্জশিটভুক্ত অপর আসামি হলেন ঢাকা জেলার ভাটারা থানার বাসিন্দা মো. আবুল ফজল খন্দকার।

মামলার অপর আসামি প্রাক্তন জেলা রেজিস্ট্রার আবু হেনা মো. গোলাম ফারুককে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। খুব শিগগিরই বিচারিক আদালতে চার্জশিট দাখিল করা হবে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছে।

২০১৪ সালের ৩০ জানুয়ারি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক।

এ বিষয়ে দুদক সূত্রে আরো জানা যায়, ঢাকা রেজিস্ট্রার অফিসের তথ্য অনুযায়ী, ২৭৭৩০ নম্বর দলিলের মালিক মতিউর রহমান ও আহাম্মদ হারুনুর রশীদ। অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০০৬ সালের ২৮ মার্চ গোপনে ওই জমির দলিল উত্তোলন করে মো. আবুল ফজল খন্দকারের নাম সংযুক্ত করেন। আর এই কাজে ঢাকা জেলা রেজিস্ট্রার অফিসের প্রাক্তন সাব-রেজিস্ট্রার ও সদর রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভবতোষ ভৌমিকের সংশ্লিষ্টতা দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন।

দুদকের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিক মামলাটি তদন্ত করেন।