জীবনের পরীক্ষার কাছে হেরে গেলেন শিক্ষার্থী ওমর

জীবনের পরীক্ষার কাছে হেরে গেলেন শিক্ষার্থী ওমর
নিজস্ব প্রতিবেদকঃ পরীক্ষাটাই দিতে পারলো না মোঃ ওমর উল্লাহ (১২) নামের এক স্কুল শিক্ষার্থী। জীবনের পরীক্ষার কাছে হেরে গেলেন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাসের ধাক্কায় নিহত হয় ওমর। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর উল্লাহ চুনতি সুফিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে একই এলাকার মুহাম্মদ উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়েছিল ওমর। কিন্তু বাড়ি থেকে নিকট দূরত্বের স্কুলে যেতে তাকে পাড়ি দিতে হয় মহাসড়ক। বেলা সাড়ে ১১টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওমরের মৃত্যু হয়।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর জানান, নিহত ওমর পরীক্ষা দেয়ার জন্য স্কুলে যেতে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখি হানিফ পরিবহনের (চট্টমেট্রো ব- ১১-১১৬৩) বাস তাকে ধাক্কা দিলে সে রাস্তা থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওমরের মৃত্যু হয়। পুলিশ ধাওয়া করে চালকসহ বাসটি আটক করেছে।