জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখন ভালো নেই। জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। প্রতিনিয়ত দ্রব্যমূল্য বাড়ছে। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ইজতেমার আখেরি মোনাজাত শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে গ্যাসের দাম ২২.৭ ভাগ বৃদ্ধি করা হয়েছে। সামগ্রিকভাবে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। আমরা ইতিমধ্যে এটার প্রতিবাদ জানিয়েছি।’

প্রসঙ্গত, ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ মাসুম।