জার্মানির জয়

ক্রীড়া ডেস্ক : ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাচাইপর্বে পৃথিবীর ২০৯ দল অংশ নিয়েছে। তার মধ্যে শুধু ইউরোপ থেকেই ৯টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে ৫৪টি দল। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি রয়েছে ‘সি’ গ্রুপে।

নিজেদের প্রথম ম্যাচে রোববার রাতে নরওয়ের মুখোমুখি হয় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

তবে নরওয়ে জয় বঞ্চিত করতে পারেনি জার্মানিকে। থমাস মুলারের জোড়া গোলে ভর করে ৩-০ ব্যবধানে জয় দিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ মিশন শুরু করেছে জার্মানি।

এ জয়ের ফলে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান নিয়েছে জার্মানি। এই গ্রুপে নরওয়ে ছাড়া তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সান মারিনো, চেক প্রজাতন্ত্র, নর্দার্ন আয়ারল্যান্ড ও আজারবাইজান।

রোববার নরওয়ের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। গোল করে দলকে এগিয়ে নেন থমাস মুলার। প্রথমার্ধের শেষ মুহূর্তে জশুয়া কিমিস গোল করে ব্যবধান বাড়ান। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে জোয়াকিম লোর শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে মাত্র একটি গোল হয়। সেটি করেন থমাস মুলার। ৬০ মিনিটে পাওয়া তার গোলটিতে ভর করে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় জার্মানির।