জাপানে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে সোমবার রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

রয়টার্স অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

জাপানের দক্ষিণাংশে ওকিনাওয়া দ্বীপপুঞ্জ ও এর পাশের আরো কিছু দ্বীপ ভূমিকম্পে কেঁপে ওঠে।

ভূমিকম্পপ্রবণ দেশের মধ্যে জাপান আছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। প্রতিবছর বিশ্বজুড়ে যে পরিমাণ ভূমিকম্প হয়, তার মধ্যে ৬ মাত্রা বা তার চেয়ে বড় ২০ শতাংশই হয় জাপানে।

২০১১ সালের মার্চ মাসে জাপানের উপকূল অঞ্চলে ৯ মাত্রার ভূমিকম্প হয়। এর ফলে সৃষ্ট সুনামি ও জলোচ্ছ্বাসে কয়েক হাজার মানুষ মারা যায়। গলে যায় ফুকুশিমা পরমাণুকেন্দ্রের কয়েকটি চুল্লি। পরমাণু তেজস্ক্রিয়তায় ক্ষতিগ্রস্ত মানুষ আজো ভুগছে।