জাতীয় শোক দিবসে পতাকা উত্তোলন শেখাতে ক্যাম্পেইন

জাতীয় পতাকা উত্তোলন ক্যাম্পেইন

জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) জাতীয় পতাকা সঠিকভাবে অর্ধনমিত রাখার নিয়ম সংক্রান্ত ক্যাম্পেইন পরিচালনা করেছেন টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে টাঙ্গাইল স্থানীয় পৌর উদ্যানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।

এসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, জাতীয় পতাকা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। রাষ্ট্রীয়ভাবে পালিত শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে। জাতীয় শোক দিবসগুলোতে সরকারি প্রতিষ্ঠান ছাড়াও আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

কিন্তু প্রায়শই দেখা যায় জনসাধারণ সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখেন না। এ নিয়ম না মানার দায়ে পূর্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনেককে জরিমানাও করা হয়েছে।

তিনি আরও জানান, আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পূর্বে পতাকা সঠিক নিয়মে অর্ধনমিত রাখার পদ্ধতি সবাইকে শেখাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে সবাইকে পতাকা অর্ধনমিত রেখে যথাযথ সম্মান প্রদর্শনের নিয়ম শেখানো হচ্ছে।