জাকার্তায় প্রেসিডেন্ট বাসভবনের সামনে গ্রেনেড বিস্ফোরণ, আহত ২

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রেসিডেন্ট বাসভবনের সামনে একটি স্মোক গ্রেনেড বিস্ফোরণে সেনাবাহিনীর অন্তত দুই কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ৭টায় এ ঘটনা ঘটে।

জাকার্তা পুলিশ প্রধানের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। খবরে বলা হয়, প্রেসিডেন্টের এক মুখপাত্র একটি বিবৃতিতে জানায়, দেশটির প্রেসিডেন্ট জকো উইদদো ওই মুহূর্তে বাসভবনে ছিলেন না। কোনো জঙ্গিগোষ্ঠী এ হামলা করেছে কি-না এ ব্যাপারে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে, সাম্প্রতিক সময়ে দেশটিতে জঙ্গিবাদ ও এ ধরনের হামলা বেড়েছে।

জাকার্তা পুলিশ প্রধান গাতত এডি প্রামনো এক সংবাদ সম্মেলনে বলেন, কেন্দ্রীয় জাকার্তার প্রেসিডেন্ট বাসভবনের সামনে ন্যাশনাল মনুমেন্টাল পার্কের উত্তর দিকে স্থানীয় সময় সোয়া ৭টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। জাকার্তা সেনাপ্রধান একো মার্গিয়োনো বলেন, আহত দুই সেনা কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা চেতনা হারাননি। ঘটনাস্থলে একটি স্মোক গ্রেনেড পাওয়া গেছে। এটি কোথা থেকে এসেছে তা নিয়ে আমরা তদন্ত করছি।