জলঢাকায় সরকারী সেবা জনগনের নিকট সহজ করতে সংলাপ

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ–  নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে  সরকারী সেবা প্রান্তিক জনগনের নিকট সহজলভ্য করতে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সুশাসনের জন্য গন সংগঠন শক্তিশালীকরন প্রকল্প ( স্কোপ) এর সহযোগীতায় সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান। এসময় উপষ্হিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, উপজেলা প্রকৌশলী হারুন – অর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ – উজ জামান সরকার, সমাজ সেবা অফিসার মনিমুন আকতার, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান, ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির, সোহরাব হোসেন তুহিন আরডিআরএস বাংলাদেশের স্কোপ প্রকল্পের এডভোকেসি অফিসার শাহ আলম ও আবু রায়হান প্রমুখ। সরকারী সেবা প্রান্তিক জনগনের কাছে সহজে পৌছানোর জন্যে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তার কাজ কি রকম হবে তার উপর মুল প্রবন্ধ  পাঠ করেন অনুুষ্ঠানের সভাপতি। অনুুষ্ঠানে উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,  সাংবাদিক ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি সহ ৪০জন অংশগ্রহন করেন।