জলঢাকায় বাল্যবিবাহ প্রতিরোধে দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ- নীলফামারীর জলঢাকায় বাল্যবিবাহ প্রতিরোধে দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ল্যাম্ব, আইএম পাওয়ার প্রকল্পের আয়োজনে, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় পৌরসভা হলরুমে মঙ্গলবার ও বুধবার দুইদিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুজ্জামান স্যারের সভাপতিত্বে সমাপনী বক্তব্যে রাখেন, প্যানেল মেয়র রুহুল আমিন। এসময় উপষ্হিত ছিলেন কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, আলমগীর হোসেন, ফজলুল হক, সংরক্ষিত কাউন্সিলরের স্বামি ( ৪,৫,৬) ফজলুল করিম, আসাদ কাজি, ঈমাম নজরুল ইসলাম ও সাংবাদিক মর্তুজা ইসলাম প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন ল্যাম্বের ইউনিয়ন ফ্যাসিলেটর মোস্তাফিজুর রহমান লেবু। কর্মশালায় কিভাবে বাল্যবিবাহ কমিয়ে আনা, শিশু ও নারী নির্যাতন বন্ধ, ঝরে পড়া রোধ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মসুচিতে   জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবি, কাজী, ঈমাম, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি অনেকেই অংশগ্রহন করেন।