জলঢাকায় দুই মাসব্যাপী দর্জি প্রশিক্ষণের উদ্বোধন

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ  বাংলাদেশের প্রান্তিক জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করার লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় শনিবার দুপুরে দুই মাসব্যাপী ভ্রাম্যমান দর্জি প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান । জলঢাকা ভ্রাম্যমান দর্জি বিজ্ঞান কলেজের আয়োজনে সতীঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ঐ স্কুলের প্রধান শিক্ষক আতিকুজ্জামান বাবুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর রহমত আলী , ভ্রাম্যমাণ দর্জি বিজ্ঞান কলেজের প্রশিক্ষক ও পরিচালক শীপেন চন্দ্র সেন প্রমুখ। দুইমাস ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান স্যারের পক্ষ থেকে একটি ও আয়োজকদের পক্ষ থেকে একটি সেলাই মেশিন উপহার দেয়া হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন,ভ্রাম্যমান দর্জি বিজ্ঞান কলেজটির উপদেষ্টা প্রভাষক অবিনাশ রায় ।