জলঢাকায় ছাত্রী উত্যক্ত করায় এক বখাটের তিন মাস ও প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাস কারাদন্ড

মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারীঃঃ- স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় এক বখাটে যুবকের তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি  নীলফামারীর জলঢাকা পৌর শহরের। অভিযোগে জানা যায়, অপিয়ার রহমানের মেয়ে ও ৮ম শ্রেনীর ছাত্রী শাহানা আকতার মুন্নি প্রতিদিন জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আসার পথে পার্শবর্তী লুৎফর রহমানের বখাটে ছেলে সাকিল (২৮) প্রায় দিন পথরোধ করে নানান রকম বাজে কথা বার্তা বলে ইফটিজিং করত। ঘটনার দিন মঙ্গলবার বিকেলে বালাগ্রাম ইউনিয়নের মন্হের ডাঙ্গা নামক স্হানে স্কুল থেকে বাড়ী ফেরার পথে ছাত্রীটির সাথে অস্বালীন ভাষা ব্যবহার করে ঐ যুবক। ছাত্রীটি দ্রুত বাড়ী গেলে যুবকটি বাড়ীর ভিতরে ঢুকে গালিগালাজ শুরু করে। পরেরদিন বুধবার সকালে ছাত্রীটি থানায় হাজির হয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন শেখকে বিষয়টি অবগত করলে পুলিশ পাঠিয়ে বখাটে শাকিল কে আটক করে। পরে স্কুলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সকলের উপস্হিতিতে বখাটে শাকিলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান। এঘটনায় উপস্হিত শতশত শিক্ষার্থী ইভটিজিংকারি যুবকের বিচারের দাবীতে  শ্লোগান দিতে থাকে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান উপস্হিত ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য প্রদান করে পরিষ্হিতি শান্ত করে। অপরদিকে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে সুমন নামের এক যুবককে  ৬ মাসের সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।