জর্ডানে বাসস্থানে অগ্নিকাণ্ডে আট শিশুসহ ১৩ পাকিস্তানি শ্রমিক নিহত

আন্তর্জাতিকঃ আরব বিশ্বের দেশ জর্ডানের কৃষি প্রদেশ জর্ডান উপত্যকায় খামারবাড়ির অস্থায়ী বাসস্থানে অগ্নিকাণ্ডে আট শিশুসহ ১৩ পাকিস্তানি শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (১ ডিসেম্বর) স্থানীয় সময় মাঝরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আরও ৩ জন আহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
জর্ডান প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ইয়াদ আল আমরি জানান, প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি। শাকসবজি ও ফলমূল চাষাবাদের জন্য এক উর্বর অঞ্চল জর্ডান উপত্যকা। জীবিকা নির্বাহের তাগিদে হাজার হাজার বিদেশি শ্রমিক এ উপত্যকায় বিভিন্ন ব্যক্তি মালিকানার খামারে কাজ করে। সেগুলোতে প্রায়ই তাদের মানবেতর জীবনযাপন করে থাকতে হয়।