জর্ডানে খ্রিষ্টান লেখকে রোববার গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানে খ্রিষ্টান লেখক নাহিদ হাত্তারকে রোববার গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী।

নাহিদ হাত্তার জর্ডানে বিতর্কিত লেখক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও আল্লাহকে অবমাননা করে- এমনটি একটি ছবি পোস্ট করে তুমুল সমালোচিত হন। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা হয় এবং বিচার শুরু হওয়ার পথে ছিল।

রয়টার্স অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

নাহিদ হাত্তার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ছিলেন। ইসলাম অবমাননার ছবি প্রকাশের পর এ নিয়ে মামলা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদ হাত্তার ছবি প্রকাশের পর বিক্ষোভ শুরু হয়। তাকে গ্রেপ্তারের জন্য রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে জনগণ। জর্ডান কর্তৃপক্ষের মতেও হাত্তার অপরাধ করেছেন। কারণ এতে ধর্মের অবমাননা হয়েছে।