জন্ডিস প্রচলিত একটি রোগ

জন্ডিস প্রচলিত একটি রোগ। তবে সঠিক সময়ে রোগের চিকিৎসা না করা হলে মারাত্মক জটিল অবস্থা হওয়ার আশঙ্কা থাকে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬২৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. হারুন অর রশিদ। বর্তমানে তিনি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : জন্ডিস হয় কেন? এটি হলে চোখ, ত্বক, হাত হলুদ হয়ে যায় কেন?

উত্তর : জন্ডিস হলো শরীরের যে রোগ, তার একটি বহিঃপ্রকাশ। বিভিন্ন কারণে এটি হয়। মূলত যেই বিষয়টা সবচেয়ে বেশি জড়িয়ে আছে, সেটা হলো লিভার। আমরা বলি ভাইরাল হেপাটপাইটিস। লিভারে ব্যাপারটা ছাড়াও জন্ডিস হতে পারে। যদি রক্তের কণিকা অতিরিক্ত ভেঙে যায়, তাহলে জন্ডিস হতে পারে। যদি পিত্তনালি দিয়ে পিত্ত ঠিকমতো প্রবাহিত না হয়, তখন পিত্তটা রক্তের মধ্যে জমা হতে থাকে—এ কারণেও জন্ডিস হয়। যখন রক্তের মধ্যে দুই মিলিগ্রাম পার ডিএলএর ওপর থাকে, তখন এটা বোঝা যায়।

প্রশ্ন : হলদে ভাব ছাড়াও কি জন্ডিসে আর কোনো লক্ষণ দেখা দিতে পারে?

উত্তর : রোগীর খাওয়ার অরুচি হয়। বমি হতে পারে এবং খুব কম মাত্রায় জ্বর আসতে পারে। পেটে ব্যথা নিয়ে আসতে পারে। অনেক সময় দেখা যায় পায়খানা ফ্যাকাসে হয়।