‘জনদাবির পরিপ্রেক্ষিতেই সরকার ধর্ষণের আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জনদাবির পরিপ্রেক্ষিতেই সরকার এ আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ধর্ষণে সাজা মৃত্যুদণ্ড আজকে জনদাবিতে পরিণত হয়েছে। কাজেই এটাকে আমরা স্বীকৃতি দেব। এটা বাস্তায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে সবার মধ্যে একটি ভীতিও থাকতে পারে। যেভাবে নারীর প্রতি সহিংসতা বাড়ছে, ধর্ষণ বন্ধ করতে হলে, এ ধরনের কঠোর আইন প্রয়োগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে মঙ্গলবার এ ব্যাপারে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানান তিনি।

নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি ধর্ষণের ঘটনার পর ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে শাহবাগ, মতিঝিলসহ রাজধানীর কয়েকটি স্থানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আন্দোলন করছেন।