জনগোষ্ঠীকে দেশের অর্থনীতির মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘অনগ্রসর জনগোষ্ঠীকে দেশের অর্থনীতির মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে এনইসি মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্স সেন্টার আয়োজিত নগরের দারিদ্রতার চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

আ হ ম মুস্তফা কামাল বলেন, কাউকে বাদ দিয়ে নয় বরং সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা বেগবান করতে হবে। কেউ পিছিয়ে থাকবে না।

তিনি বলেন, নগরকেন্দ্রীক কর্মসংস্থান শহরের জনসংখ্যার চাপ সৃষ্টির অন্যতম কারণ। শহরের বাইরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে নগরের জনসংখ্যার অতিরিক্ত চাপ কমানো সম্ভব। এই লক্ষ্যে সরকার নগরের বাইরে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। শহরের বাইরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির গৃহীত উদ্যোগসমূহের বাস্তবায়ন হলে সমস্যার সমাধান হবে।

গ্রামে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে তিনি সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন।

তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য নগর প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় কাজ করার বিকল্প নেই।

এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থনীতিবীদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দীন আহমেদ এবং ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর নিক বেরেজ ফোর্ড।