জনগণের ন্যায্য দাবী উপেক্ষা করে কোন নির্বাচন গ্রহণ যোগ্য হতে পারে না-ডঃ বদিউল আলম মজুমদার

—–গাংনীতে অভিজ্ঞতা বিষয়ক মতবিনিময় সভায় ডঃ বদিউল আলম মজুমদার
আল-আমীন, মেহেরপুর : জনগণের ন্যায্য দাবী উপেক্ষা করে কোন নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। দেশের জনগণের অংশ গ্রহণ নিশ্চিত হলে প্রকৃত নির্বাচন বলে আমি মনে করি।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার সময় মেহেরপুরের গাংনী উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় গণগবেষক,নারীনেত্রী ও নাগরিক সমাজ আয়োজিত অভিজ্ঞতা বিষয়ক মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মামলা জটিলতায় মেহেরপুর পৌরসভা নির্বাচন বন্ধের কারণে সহিংসতার অব্যাহতের বিষয়ে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডঃ মজুমদার বলেন,জনগণের কথা বিবেচনা না করে নির্বাচন বন্ধ রাখা সরকারের ব্যর্থতা। তিনি প্রশ্নের জবাবে আরো বলেন,সুন্দনবনের ক্ষতি করে বিদ্যুত কেন্দ্র স্থাপন দেশের সম্পদ নষ্ট করা।
জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর অস্টোলিয়া কান্ট্রি ডিরেক্টর ক্যাথে বাথ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুজন সম্পাদক ডঃ বদিউল আলম মজুমদার, হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর
কান্ট্রি ডিরেক্টর জেরিনা কবির,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ-জামান,মেহেরপুর জেলা বীজ প্রক্রিয়করণ কর্মকর্তা ডঃ আক্তারুজ্জামান।
এসময় বক্তব্য রাখেন,সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান অল্ডাম।