জঙ্গী নির্মূল কর জঙ্গি-সঙ্গী বর্জন ও বিচার কর

এ্যাড. মোঃ সিরাজুল ইসলাম.
গত রবিবার ভউড়া আশিয়ান সিটি মেডিকেল মাঠে ঢাকা মহানগর উত্তরের জাসদ এর উদ্যোগে শান্তি ও উন্নয়নের জন্য দুর্নীতি ও বৈষম্যের অবসান কর সুশাসন ও সমাজতন্ত্রের বাংলাদেশ গড়। এই শ্লোগানটি কে সামনে রেখে জাসদের সভাপতি ও তথ্য মন্ত্রী হাসানুলহক ইনু বলেন- স্বাধীন বাংলাদেশে জিয়াউর রহমান ১৯৭৫ সাল থেকে পরাজিত পাকিস্তানের পক্ষ নিয়ে পলাতক জামাত-শিবির রাজাকার- আলবদরদের ফিরিয়ে আনে এবং বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করে। পাকিস্তানের পক্ষ নেয়া যুদ্ধাপরাধী জামাত শিবির ও নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার অধিকার দেয়। নিজের দল বি.এন.পিতে ও সরকারের মন্ত্রী সভায় তাদেরকে ব্যাপকভাবে পুর্নবাসন করে এবং পাকিস্তানী দ্বিজাতি তত্ত্ব অনুযায়ী বাংলাদেশী জাতীয়তাবাদী ও সাম্প্রদায়িক রাজনীতি চালু করে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বি.এন.পি বাংলাদেশে সশস্ত্র জঙ্গিবাদের সমর্থনকারী ও রক্ষাকারী। সশস্ত্র জঙ্গিদের নির্মূল করলেও দেশ জঙ্গি হামলা হতে মুক্ত হবেনা যদি বিএনপি এদের উৎপাদন ও পুনরুৎপাদন বন্ধ না করে। বার বার অনুরোধ করার পরও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জঙ্গিদের সঙ্গ ত্যাগ করেনি। তাই আজ জঙ্গিদের নির্মূল করার পাশাপাশি জঙ্গি সঙ্গী বেগম খালেদা জিয়া ও বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বর্জন ও তাদের বিচার ছাড়া দেশকে জঙ্গিবাদের হামলা থেকে রক্ষা করা সম্ভব নয়।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শিরীন আখতার এমপি। মীর হোসেন আক্তার সহ সভাপতি কেন্দ্রিয় কমিটি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি.সি ও জাসদ স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডঃ আনোয়ার হোসেন। বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শওকত সহ-সভাপতি। নাঈমুল হাসান জুয়েল, ওবায়দুল রহমান চুন্নু, নুর নবী, বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি শামসুল ইসলাম সুমন। বাংলাদেশ ছাত্র লীগের সাধারন সম্পাদক শাহজাহান আলী সাজু। উক্ত সভায় উপস্থাপনায় ছিলেন এস, এম ইদ্রিস আলী সাধারন সম্পাদক ঢাকা মহানগর উত্তর (জাসদ)। উক্ত সভা সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন মোল্লা সভাপতি জাসদ মহানগর উত্তর । উক্ত সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা কেন্দ্রীয় কমিটির নেতা কর্মী প্রমুখ।