জঙ্গি-সন্ত্রাসীদের পার্টনারদেরও বর্জন করতে হবে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গণতন্ত্র-সমাজনীতিকে অর্থবহ করতে জঙ্গি-সন্ত্রাসীদের ধ্বংস করার পাশাপাশি তাদের পার্টনারদেরও বর্জন করতে হবে।’

মঙ্গলবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে প্রবীণ জাসদ নেতা ডা. মোয়াজ্জেম হোসেন স্মরণে এক শোক সভায় এ কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, মোয়াজ্জেম হোসেন ছিলেন নীতিবান-আপোষহীন নেতা। মহান মুক্তিযুদ্ধ, সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও পেশাজীবীদের দাবি আদায়ের সংগ্রামে প্রয়াত মোয়াজ্জেম হোসেন ছিল আপোষহীন।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে শোক সভায় আরো বক্তব্য রাখেন- জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য ডা. এম এ করিম, ডা. মাহবুবুর রহমান, প্রয়াত মোয়াজ্জেম হোসেনের ছেলে ডা. ফাহিম আবরার হোসেন প্রমুখ।