জঙ্গি বিষয়ে সংবাদ প্রচারে সতর্ক হতে হবে

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ বিষয়ে কোনো লেখা বা সংবাদ প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

শুক্রবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।

বেনজীর আহমেদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘জঙ্গি নিয়ে কোনো লেখা বা প্রতিবেদন প্রচারের আগে সতর্ক থাকতে হবে। কারণ জঙ্গিরা প্রচার মাধ্যমের কাছ থেকে আগাম তথ্য পেয়ে যাচ্ছে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির কারণে জঙ্গিরা চাপে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তাদের নেটওয়ার্কও ভেঙ্গে গেছে বলে জানান।

বেনজীর জানান, এদেশের পুরনো জঙ্গিরা সম্প্রতি নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তাদের আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।

তিনি বলেন, ‘নব্য জেএমবির নেতা তামিম চৌধুরী অভিযানে নিহত হওয়ার পর জেএমবির আরেকটি অধ্যায় শেষ হয়েছে। যারা পলাতক তাদের নজরদারিতে রাখা হয়েছে। তারা গোপনে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করছে কিনা তার খোঁজ রাখছে গোয়েন্দারা।’

এর আগে তিনি স্টেশনের বিভিন্ন প্লাটফর্ম ঘুরে দেখেন। স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা নিয়ে কথা বলেন।