ছয় মাসে মৎস্য খাতের বাস্তবায়ন ২৫ ভাগ

সচিবালয় প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের ২৯টি প্রকল্পে চলতি ২০১৬-১৭ অর্থবছরে মোট বরাদ্দ ৪৩৭ কোটি ১১ লাখ টাকা। এর মধ্যে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ১০৮ কোটি ৪৯ লক্ষাধিক টাকা। যা শতকরা হিসেবে ২৪ দশমিক ৮২ ভাগ।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মৎস্য-উপখাতের মাসিক অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।

উপখাতভিত্তিক সংস্থাগুলো হচ্ছে- মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য উন্নয়ন করপোরেশন ও মেরিন ফিশারিজ একাডেমি।

গত ২০১৫-১৬ অর্থবছরে এই ব্যয়ের পরিমাণ ছিল ১২০ কোটি ৭৬ লাখ টাকা। একই সময়ে প্রকল্পগুলোর জন্য অর্থছাড়ের পরিমাণ ছিল ১৮৩ কোটি ৩৬ লক্ষাধিক টাকা।

উল্লেখ্য, ডিসেম্বর-১৬ পর্যন্ত প্রকল্প বাস্তবায়নে জাতীয় গড় অগ্রগতি হচ্ছে ২৭ দশমিক ১১ ভাগ।

উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে- বন্যানিয়ন্ত্রণ ও সেচপ্রকল্প এলাকায় এবং অন্যান্য জলাশয়ে সমন্বিত মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প, মেরিন ফিসারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্প, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপন, জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যচাষ উন্নয়ন ও সম্প্রসারণ, স্বাদুপানির চিংড়িচাষ উন্নয়ন ও সম্প্রসারণ, উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্প ইত্যাদি।