ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ করোনা আক্রান্ত

সোহাগ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ । সোমবার (২০ জুলাই) ছাত্রলীগের সাবেক দফতর বিষয়ক উপ-সম্পদাক শেখ নকিবুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোহাগ ভাইয়ের করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। তার স্ত্রীরও পরীক্ষা করানো হয়েছে। আজ রিপোর্ট পাবেন।

সাইফুর রহমান সোহাগ সোমবার দুপুরে টেলিফোনে বলেন, শরীরে উপসর্গ দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা টেস্ট করিয়েছি। এতে করোনা পজিটিভ রেজাল্ট আসে। এর পর থেকে বাসায়ই আছি।

সোহাগ সবার কাছে দোয়া চেয়ে বলেন, আমি শারীরিকভাবে ফিট আছি। সবাই দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি।

এর আগে রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সোহাগের করোনা সংক্রমিত হওয়ার বিষয়টি জানান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

তিনি লেখেন– পুরো রমজান মাসজুড়ে অসহায় অসচ্ছল কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণ, নিজ এলাকা ও বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ এবং সামাজিক কার্যক্রমে মানুষের পাশে দাঁড়িয়ে আজ নিজেই অসুস্থ সাইফুর রহমান সোহাগ। তার দ্রুত সুস্থতা কামনা করি।