"বঙ্গবন্ধুর বাংলায়, ধর্ষকের ঠায় নাই"

ছাত্রলীগের ধর্ষণবিরোধী স্লোগা‌নে মুখ‌রিত ঢাকা বিশ্ববিদ্যাল‌য়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ। এ সময় নেতারা দাবি করেন, দে‌শে ধর্ষ‌ণের ঘটনায় ছাত্রলীগ জ‌ড়িত নয়, আসল ঘটনা আড়াল কর‌তেই বারবার ছাত্রলীগ‌কে দায়ী করা হ‌চ্ছে।

ধর্ষণবিরোধী স্লোগা‌নে মুখ‌রিত ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের টিএস‌সি এলাকা।

ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন ছাত্রলীগ কর্মীসহ বি‌ভিন্ন ইউ‌নিট ছাত্রলী‌গের নেতাকর্মীরা মি‌ছিল নি‌য়ে রাজু ভাস্ক‌র্যের সাম‌নে জ‌ড়ো হয়। বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ থে‌কে ধর্ষ‌ণের বিচা‌রের দা‌বি তো‌লে ছাত্রলীগ।

সারাদে‌শে ধর্ষ‌ণের ঘটনায় ছাত্রলীগ জ‌ড়িত নয় দাবি ক‌রে নেতারা ব‌লেন, আসল ঘটনা আড়াল কর‌তেই বারবার ছাত্রলীগ‌কে দায়ী করা হ‌চ্ছে।

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা আবেদন করেছি যে, আপনারা দ্রুততম সময়ের মধ্যে অপরাধী যেই হোক না কেন তাদের গ্রেফতার করুন। প্রশাসন সবাইকে গ্রেফতার করেছে। কিন্তু দুঃখের বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেয়েটি ধর্ষিত হয়েছে সে মামলার একজনও তো এখন পর্যন্ত গ্রেফতার হতে দেখলাম না।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ধর্ষকদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু আমরা কি দেখতে পাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সে মামলার আজকে ১৮ দিন চলতে যাচ্ছে। কই সেই ধর্ষণের মাস্টারমাইন্ডসহ সেই ধর্ষককে তো এখনো গ্রেফতার করা হয় নাই।