ছাত্রদলের দুই গ্রুপে মারামারি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম ‘কারামুক্তি’ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর ইনষ্টিটিউশন অব ইঞ্জনিয়ার্স মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

অনুষ্ঠান চলাকালে বিকেল সাড়ে ৫টার দিকে মামুনুর রশীদ গ্রুপ আকরামুল হাসানের গ্রুপের ওপর হামলা চালালে মারামারি শুরু হয়। বিএনপির উপস্থিত নেতা-কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

মামুনুর রশীদকে সমর্থন করা নিয়ে হামলা চালানো হয়। ছাত্রদলের নেতা-কর্মীদেরা জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের তিনটি গ্রুপ সক্রিয় রয়েছে। সভাপতি রাজীব আহসানের একটি, সাধারণ-সম্পাদক আকরামুল হাসানের আরেকটি এবং অপর গ্রুপটি সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুনের।

বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ব্যারিস্টার আমিনুল হক প্রমুখ।