ছাত্রত্বহীন শিক্ষার্থীদের সিট খালি করেই ঢাবির হল খুলবে

ছাত্রত্বহীন শিক্ষার্থীদের সিট খালি করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা জানান।

ঢাবি উপাচার্য বলেন, হল খোলার পূর্ববর্তী করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। যাদের ছাত্রত্ব নেই তাদের সিট খালি করে হল খুলে দেওয়া হবে। তাহলে আমরা বুঝতে পারব কত জন ছাত্রের আবাসন নিশ্চিত করতে পারব। পূর্বের নিয়মে কোনভাবেই হল খুলে দেওয়া হবে না।

তবে হল খোলার তারিখ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান।