চৌহালীতে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে আবারো ধস নেমেছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে আবারো ধস নেমেছে।

বুধবার ভোরে হঠাৎ বাঁধের ৩০ মিটার ধসে যায়। এই নিয়ে ৭ম বারের মতো বাঁধে ধস হলো।

এলাকাবাসী জানান, সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরের চার কিলোমিটার এবং টাঙ্গাইলের ৩ কিলোমিটার এলাকা রক্ষায় এশিয়া উন্নয়ন ব্যাংক ১০৯ কোটি টাকার বরাদ্দ দেয়। এই টাকা দিয়ে ২০১৫ সালের ২৪ নভেম্বর বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। বাঁধ নির্মাণের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। বুধবার ভোরে চৌহালী উপজেলার খাসকাউলিয়া এলাকায় বাঁধের ৩০ মিটার ধসে যায়।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, ধসের বিষয়টি প্রধান প্রকৌশলী ও পাউবোর মহাপরিচালককে অবহিত করা হয়েছে। আশা করছি তারা দ্রুত বাঁধ পরিদর্শন করে কার্যকর পদক্ষেপ নিবেন।