চূড়ান্ত ট্রায়াল বন্ধ অক্সফোর্ডের ভ্যাকসিনের

অক্সফোর্ড ভ্যাকসিন

এক স্বেচ্ছাসেবীর শরীরে করোনার টিকা প্রয়োগের সময় অসুস্থ হয়ে পড়লে অক্সফোর্ডের ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল বন্ধ করে দেয়া হয়েছে। আর এ নিয়ে দ্বিতীয়বারের মতো টিকা তৈরি কার্যক্রমে বাধা পড়লো ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা’র।

তবে ওই স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় টিকা তৈরির কার্যক্রম বন্ধ রাখাকে নিয়মিত রুটিন হিসেবে অ্যাখা দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনার টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষা চালাচ্ছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। স্বেচ্ছায় পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছেন ৩০ হাজার স্বেচ্ছাসেবী। তৃতীয় পর্যায়ের পরীক্ষার অংশগ্রহণকারীদের প্রত্যেককে চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজ করে টিকা দেয়ার কথা রয়েছে।