চুয়াডাঙ্গায় রেলের জমিতে গড়ে উঠছে ব্যবসা প্রতিষ্ঠান, গোডাউন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধ দখলদাররা রেলের জমিতে মার্কেট, গোডাউন, বাগান, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে।

পাশাপাশি ভাড়া ও লিজ দিচ্ছে মোটা অংকের টাকার বিনিময়ে। সঠিক তদারকির অভাবে বেদখল হয়ে যাচ্ছে কয়েক কোটি টাকার রেলের সম্পদ।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উথলি ও আনসারবাড়ীয়ায় রেলওয়ের দুটি স্টেশন এলাকায় ১শ ৪৬ একর জমি রয়েছে। এক শ্রেণীর অসাধু ব্যক্তি রেলের মূল্যবান জমি দখলে নিয়ে নির্মাণ করেছে পাকা, আধা ঘর ও দোকান। আবার জমি বিক্রিও করা হচ্ছে ৪০ হাজার টাকা থেকে দেড় লাখ টাকায়। শুধু তাই নয় তারের বেড়া দিয়ে ঘিরে পেঁয়ারা বাগান, কলাবাগান, আখ চাষসহ বিভিন্ন ফসলও আবাদ করছে।

এক এলাকাবাসী বলেন, প্রায় একশ একর জমি আছে। যেগুলো বেশিরভাগ দখল করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে অনেকেই।

এদিকে ভূমি অফিস জানায়, রেলওয়ে নিয়মিত তাদের জমির খাজনা পরিশোধ করছে।

জমি দখলের বিষয়টি কর্তৃপক্ষকে বললেও কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে অভিযোগ করেন স্হানীয় জনপ্রতিনিধি।

উথলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, কর্তৃপক্ষের কাছে আমরা অনেক সময় অনেকভাবে বলেছি। এই বিষয়ে তাদের কোন পদক্ষেপ নাই।

তবে রেল কর্তৃপক্ষ বলছে,অবৈধ দখলের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

জীবননগর উথলি ষ্টেশন মাষ্টার মোহাম্মদ আলি বলেন, উথলি ষ্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাংলাদেশ রেলওয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।